মসজিদে জামাতে নামাজ হবে কিনা-আলেম ওলামাদের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত জানাবে ইসলামিক ফাউন্ডেশন। জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে, সরকার এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে ধর্মীয় সভা সমাবেশ।
সোমবার সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুরোধ ছিলো অসুস্থ কোনো ব্যক্তি যেন মসিজদে নামাজ পড়তে না যান। কিন্তু সেই অনুরোধ রাখেননি মিরপুরের এক ব্যক্তি। যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। মসজিদে যাওয়ায় সেই ব্যক্তির দ্বারা আরো দুয়েকজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
এরই মধ্যে, সৌদি আরব-কুয়েতসহ অনেক রাষ্ট্র মসজিদে নামাজ স্থগিত করেছে। বাংলাদেশে মসজিদে নামাজ পড়া নিয়ে কি সিদ্ধান্ত হবে। সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন মন্ত্রিপরিষদ সচিবকে। সেই প্রশ্নের ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়ার কথা জানান সচিব।
Leave a reply