আইইডিসিআরের দুটি অটোহান্ট হটলাইন নম্বর চালু

|

করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এতে ফোন করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন আইইডিসিআরের কর্মীরা।
কিন্তু হটলাইনে পেতে অসুবিধা হওয়ায় হটলাইনগুলোকে আরও সম্প্রসারণ করা হয়েছে। আইইডিসিআরের ১৭টি হটলাইনের সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের হটলাইনগুলোকে একীভূত করা হয়েছে। এছাড়া সবগুলোকে নম্বরে বিচ্ছিন্নভাবে চেষ্টা না করে দুটি অটোহান্ট নম্বর দিয়েছে আইইডিসিআর। নম্বর দুটি হলো ০১৯৪৪-৩৩৩২২২, ১০৬৫৫। এখন থেকে এই দুটি নম্বরেই কল করলেই হবে। বাকি অন্যসব নম্বরে কল না করলেও চলবে।

আইইডিসিআরের হটলাইন নম্বরগুলো হচ্ছে- ৩৩৩, ১৬২৬৩, ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের হটলাইনগুলো হলো।-

২৪ ঘণ্টা সেবা পেতে- ডা. রেহানা আক্তার ০১৬৮৭৬১০৪১৩; ডা. নাজির শাহ ০১৩০৩৩১৬০১৮; ডা. নিলয় প্রসাদ ০১৭১৮৪৫২৫৫৮; ডা. মো. আসদুজ্জামান শুভ ০১৩০১৮৮০২৮৩; ডা. মাহবুবুর রহমান ০১৫৩৩৯৮৭৯১৪; ডা. মোহনা খন্দকার ০১৯৫৩৫১৩১০৮; ডা. সাফিয়া ইসলাম ০১৮৮৩৫৮১৮২৯; ডা. আতিয়া রহমান ০১৭৭২৬০৬৪৭০; ডা. প্রিয়াংকা মন্ডল ০১৭১৭০২০১১৮; ডা. শারমিন হক প্রিমা ০১৭৯৫২৩৩৫৪; ডা. সাদমান সাকিব ০১৬৭৫৮৪৩৯৮৭; অলিয়া মাহজাবীন ০১৭৯৬৫৯৭১৯৮; ডা. তানভির রহমান ০১৫১৮৬১৫০৫২; ডা. সাদিয়া আফরিন ০১৫৩৪৩০১৯২৫।

সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবা পেতে-

ডা. জারা রহমান ০১৭৫৭৫৪০১৬২; নওরিন জাহান ০১৮৭৩১৪৭৪৯৭; ডা. ফারজানা ইয়াসমিন ০১৯২৯৪২২৩৩১; ডা. রিফাত পারভেজ অমি ০১৮৪১৭১৬১৩১; ডা. নুসরাত নুরী রাইসা ০১৮৫৬৮৭৭৭৪৮; ডা. সুবাশ্রী মনিগ্রাম ০১৪০১২৮৮২০২; ডা. নিগার সুলতানা ০১৯৭২৩৯৭১৯৭; ডা. নাফিসা রহমান ০১৬২৭৫৮৫১০০; রেশমা মুজাফফর ০১৭৯৭২৮৭৪৬৫; ডা. হিমা ০১৬১১১০৮৫৬৬; ডা. মাহবুব আলম ০১৭৫৯৮০০৫০৭; ডা. ফারজানা ০১৫৩৪৯৯১৮৬৫।

কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ দেখা দিলেই এসব নম্বরে ফোন করে পরামর্শ নিতে বলা হয়েছে।

কেউ চাইলে [email protected]এ নিজের বক্তব্য জানাতে পারবেন। এ ছাড়া ফেসবুক গ্রুপ Iedcr,COVID-19 Control Room-এর ইনবক্সে সমস্যার কথা জানাতে পারবেন।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এই ভাইরাসে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply