সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে নতুন এক ফিচার যুক্ত হয়েছে। কো-ওয়াচিং নামের এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকের ওয়াচপার্টির মতো ইনস্টাগ্রামে ভিডিও চ্যাট করতে করতে বন্ধুদের সঙ্গে পোস্টও দেখতে পাবে। ইনস্টাগ্রাম কমিউনিটির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ফিচারটির কথা জানানো হয়।
এছাড়াও ইনস্টাগ্রামের সার্চে শিক্ষামূলক কিছু কনটেন্ট ও স্টিকার যুক্তের কথা জানিয়েছে তারা। ভিডিও চ্যাট করার সময় নিচে ডান দিকে ফটো আইকনে ক্লিক করতে হবে। এতে সম্প্রতি যে পোস্টগুলোতে লাইক দেয়া হয়েছে সেগুলো দেখা যাবে। এখান থেকেই পোস্ট বাছাই করে গ্রুপ চ্যাটে থাকা অন্যদের তা দেখানো যাবে। ইনস্টাগ্রামে ভিডিও চ্যাট করতে চাইলে হোম স্ক্রিনে গিয়ে অ্যারো বাটনে ক্লিক করে ডিরেক্ট ওপেন করতে হবে। এরপর ওপর ডানে থাকা ভিডিও আইকনে ক্লিক করে বন্ধুর নাম সিলেক্ট করতে হবে।
Leave a reply