করোনা সংকটেও থেমে নেই চোর: ভ্যানগগের চিত্রকর্ম চুরি

|

বৈশ্বিক এমন সংকটের মাঝেও থেমে নেই চোরেরা। এবার নেদারল্যান্ডসের একটি বন্ধ জাদুঘর থেকে বিখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেলো।

গার্ডিয়ানের খবরে বলা হয়, রোববার রাতে সিংগার লরেন নামে ওই জাদুঘরের সামনের দরজার গ্লাস ভেঙে ৫০ লাখ ডলার মূল্যের ওই চিত্রকর্ম চুরি হয়। চোর ভেতরে ঢোকার পর সতর্কসংকেত বাজতে শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরেরা পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখছেন। এ ছাড়া অন্য কোনো শিল্পকর্ম চুরি হয়নি বলে জানা গেছে।

জাদুঘর পরিচালক জানান, চোরেরা ভ্যানগগের স্প্রিং গার্ডেন নামের এ চিত্রকর্ম চুরি করেছে। এই ছবিটি ১৮৮৪ সালের একটি চিত্রকর্ম। এটিতে লাল রঙের ফুল ও গাছ-গাছালিতে ছাওয়া একটি বাগানে এক নারীর ছবি আঁকা রয়েছে। ব্যাকগ্রাউন্ডে আছে একটি গির্জা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply