ত্রিদেশীয় সিরিজের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন সৌম্য, তাসকিন, লিটন ও শফিউল।
দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে এ দল ঘোষণা করা হয়। প্রথম দুই ওয়ানডে’র জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়।
উদ্বোধনী জুটিতে অটোমেটিক চয়েস তামিম ইকবালকে সঙ্গ দিতে দলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে, নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন। আঙ্গুলে চোট পাওয়া ইমরুল কায়েস পুরো পুরি ফিট না হলেও দলে জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি বিপিএলে দারুণ খেলা মোহাম্মদ মিঠুনও আছেন এবারের ঘোষিত জাতীয় দলে।
সাকিব আল হাসানের সাথে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন নাসির হোসেন ও তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুউদ্দিন।
উপমহাদেশের স্পিন বেশ কার্যকরী, এ বিষয়টি মাথায় রেখে সাকিবের সাথে দলে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও সানজামুল। আর মাশরাফির সাথে পেস আক্রমণ থাকছেন রুবেল-মোস্তাফিজ।
১৬ সদস্যের জাতীয় দলের খেলোয়াড়দের নাম: ১. তামিম ইকবাল, ২.এনামুল হক বিজয়, ৩. সাকিব আল হাসান, ৪.মুশফিকুর রহিম, ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬.সাব্বির আহমেদ, ৭.নাসির হোসেন, ৮. মাশরাফি বিন মর্তুজা, ৯. আবুল হাসান রাজু, ১০.মোহাম্মদ সাইফুদ্দিন, ১১.মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সানজামুল, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, এবং রুবেল হোসেন।
যমুনা অনলাই: এফএইচ
Leave a reply