কিম জংয়ের সাথে কথা বলতে চান ট্রাম্প

|

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে ফোনে কথা বলতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। শনিবার, মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন, দুই কোরিয়ার আসন্ন সংলাপে আসতে পারে ইতিবাচক উন্নয়ন।

৯ জানুয়ারির আলোচনার জন্য সিউলের কাছে ৫ জনের বিশেষ প্রতিনিধি দলের তথ্য পাঠিয়েছে পিয়ংইয়ং। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে দীর্ঘ দু’বছর পর সংলাপে বসতে যাচ্ছে দুই প্রতিবেশী। এই উদ্যোগের কৃতিত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই উদ্যেগের জন্য বারবার আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া অংশ নিক, বরাবর আমি সেটা চেয়েছি। শুধু ক্রীড়াঙ্গন না, তারা সব বাধা অতিক্রম করুক- এটাই কাম্য। নিজ অবস্থান থেকে এই সংলাপ আয়োজনের শতভাগ চেষ্টা ছিলো যুক্তরাষ্ট্রের। আর, সবসময় আমি আলোচনার ওপর জোর দেই, তাই- কিম জং উনের সাথেও আমি ফোনালাপে বেশ আগ্রহী।”

ত্রীড়াঙ্গনের বাইরে চলমান উত্তেজনা নিয়ে দু’দেশের মধ্যে সফল আলোচনার আশাবাদ ব্যক্ত করেছে চীনও। দেশটির প্রত্যাশা, সমঝোতার ভিত্তিতে শিগগিরই আসবে আশানুরূপ কোন সমাধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply