সবজি নিয়ে অসহায় মানুষের পাশে চাষীরা

|

পাবনা প্রতিনিধি
পাবনায় করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে সবজি প্রদানের উদ্যোগ নিয়েছে পাবনা জেলা কৃষক সোসাইটি। বুধবার পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে ৬০০ ব্যাগ সবজি তুলে দেন তারা। দুদিন পরে পরে তারা তাদের ঘাম ঝড়ানো এসব সবজী বিনামূল্যে বিতরণের জন্য দেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসককে।

বাজারে চাহিদা কমে যাওয়ায় পাবনা থেকে দেশের বিভিন্ন প্রান্তে সব্জি সরবরাহ কমে গেছে৷ উদ্বৃত্ত সবজি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে কৃষকরা এই দূর্যোগ মোকাবিলায় শামিল হতে চান। দুদিন পর পর ছয়শ প্যাকেট করে সবজি জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কৃষকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে জেলা প্রশাসন। প্রতি প্যাকেটে ফুলকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ, গাজরসহ যে পরিমাণ সবজি তারা দিয়েছেন, তাতে একটি পরিবার অন্তত দুদিন খেতে পারবে। আমরা টিসিবি পণ্যের সাথে এই সবজি গুলো বিনামূল্যে বিতরণ শুরু করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply