ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বরফধসে প্রাণ হারিয়েছেন ১১ জন। তাদের মরদেহসহ আরও ৩ জনকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার কুপওয়ারা এলাকার একটি যাত্রীবোঝাই গাড়ির ওপর ঘটে বরফধস। দু’দিনের চেষ্টায় উদ্ধার করা গেছে হতাহতদের। পুলিশ কর্মকর্তা শামসের হুসেইন জানান, উদ্ধারকাজে যোগ দিয়েছেন ২০০ পুলিশ ও সেনা সদস্য। স্থানীয়রাও এগিয়ে আসেন উদ্ধার তৎপরতায়। জীবিত উদ্ধার হওয়া ৩ জনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসাধীন। তবে, এখনও হতাহতদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কাশ্মিরের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে, নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। আর, আহতদের প্রত্যেকে পাবেন সাড়ে ১২ হাজার রূপি।
Leave a reply