চীনের সমুদ্র উপকূলে দু’টি জাহাজের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ অন্তত ৩২ জন নিখোঁজের খবর জানা গেছে।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ হয় এই দুর্ঘটনা। পানামার নিবন্ধিত একটি তেলবাহী ট্যাংকারের সাথে হংকংয়ের একটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই, নৌযানগুলোয় আগুন ছড়িয়ে পড়ে। ট্যাংকারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়ায় তেল নিয়ে যাচ্ছিলো।
কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় জাহাজটিতে ১ লাখ ৩৬ হাজার টন তেল ছিল। দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে ৩০ জন ইরানি এবং দু’জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে কাজ করছে চীনের ৮টি জাহাজ ও দক্ষিণ কোরিয়ার একটি প্লেন। এদিকে, দুর্ঘটনার পরপরই অপর জাহাজটি থেকে ২১ জন ক্রু’কে নিরাপদে উদ্ধার করা হয় ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply