ট্রাম্প পুত্রকে নিয়ে করা মন্তব্য থেকে সরে এলেন হোয়াইট হাউজের সাবেক ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ স্টিভ ব্যানন। ট্রাম্প জুনিয়রের সাথে রুশ যোগযোগকে রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়েছিলেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বিতর্কিত বই ফায়ার অ্যান্ড ফিউরি’তে এ মন্তব্য করেছিলেন ব্যানন। কিন্ত বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের মুখে এ অবস্থান থেকে রোববার সরে আসেন তিনি।
ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা বলেন, ট্রাম্প জুনিয়র নন বরং প্রেসিডেন্টের প্রচারণা দলের প্রধান পল ম্যানাফোর্টের উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন। নির্বাচনের আগে ২০১৬ সালের জুনে রুশ প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রেসিডেন্ট পুত্রের সাথে উপস্থিত ছিলেন ম্যানাফোর্টও।
Leave a reply