করোনা সংক্রমনের ঝুঁকি থাকার পরও যেসব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোকে করোনা মোকাবেলায় দিক নির্দেশনা দেয়ার জন্য আয়োজিত এক ভিডিও কনফারেন্সে এমন কথা বলেন তিনি।
এসময় তিনি যেসব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা এই সময়ে নিজেদের বাঁচানোর জন্য দায়িত্বে অবহেলা করেছেন তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ডাক্তারি করতে পারবেন কিনা তা ভাবা উচিত।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমনের ফলে মানুষের এই দুর্ভোগের সময়ে কেউ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাইলে, ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ার করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে চিকিৎসা পায়নি। ডাক্তাররা কেন চিকিৎসা করাবে না? বিভিন্ন জেলায় কর্মরত সরকারি চিকিৎসকরা পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অনেকের অবস্থা খুব বেশি খারাপ।
Leave a reply