করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহে কবর জিয়ারত ও দোয়া করা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ কথা জানান।
তিনি বলেন, জিয়ারত বন্ধ থাকলেও মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে।
দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬৪। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
Leave a reply