চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ ও বহির্গমন নিষিদ্ধ

|

করোনা প্রতিরোধে এবার পুরো চুয়াডাঙ্গা জেলায় বাহিরের জেলাগুলো থেকে কোন ধরণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন নিষিদ্ধ করলো স্থানীয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় করোন রোগী শনাক্ত হওয়ায় ওই সকল জেলাসমূহ লকডাউন করার ফলে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরছে এবং ফিরতে চেষ্টা করছে। এর প্রেক্ষিতে চুয়াডাঙ্গাকে করোনার ঝুঁকি থেকে মুক্ত রাখতে জরুরি সেবাপ্রদানকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে বলেও জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply