দেশে করোনায় আক্রান্তদের বয়স ভিত্তিক হিসাব দিয়েছে আইইডিসিআর। তারা জানিয়েছে, এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। শতকরা হিসেবে যা ২২ ভাগ। নিয়মিত ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, এরপরই রয়েছে ২১-৩০ বছর বয়সীরা। শতকরা হিসেবে এ বয়সীদের আক্রান্তের হার ১৯ ভাগ। ৪১ থেকে ৫০ বছর বয়সীদেরও আক্রান্তের হার একই।
এছাড়া নারী-পুরুষের আনুপাতিক হিসেবে আক্রান্তের হার যথাক্রমে ৩০ ভাগ ও ৭০ ভাগ।
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮২ জন। আর মৃতের সংখ্যা ৩০ জন।
Leave a reply