ত্রাণের দাবিতে সড়ক অবরোধ, মানেনি কেউ সামাজিক দূরত্ব

|

নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর নামক স্থানে কয়েক হাজার নারী-পুরুষ ত্রাণের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সৈয়দপুর ঢেলাপীর আবাসনের কর্মহীন নারী পুরুষেরা সড়ক অবরোধ করে। এসময় কাউকে সামাজিক দূরত্বের নির্দেশনা মানতে দেখা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সৈয়দপুর ইউএনও, সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশের কর্মকর্তাগন।

অবশেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ তাদের দাবি পূরনের আশ্বাস দেয়ায় তারা অবরোধ তুলে নেয়।

করোনা নিয়ন্ত্রণে সরকার কঠোরতা আরোপ করায় এসব শ্রমজীবীরা বেকার হয়ে পড়ে। এতে তারা পড়ে যায় খাদ্য আর অর্থ সংকটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply