সুনামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

|

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত নারীর বাড়ি জেলার দোয়ারা বাজার উপজেলায়। রোববার সকালে ঐ নারীর করোনা পজেটিভ রিপোর্ট স্বাস্থ্য বিভাগের কাছে আসে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, কয়েকদিন আগে সন্দেহভাজন নারী রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। রোববার রিপোর্টে ওই নারীর করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। এরপরেই বাড়িটি লকডাউন করা হয়। পরিবারের অন্য সদ্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, করোনা শনাক্ত হওয়া রোগীর বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে, রোগীর সার্বিক অবস্থা জানার জন্য, যদি তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাহলে তাকে আইসোলেশনে ভর্তি করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply