বগুড়া ব্যুরো
বগুড়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতের প্রক্রিয়া ভেস্তে যেতে বসেছে। রোববার শহরের বিভিন্ন ব্যাংকের শাখার সামনে এবং বাজারগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও সামাজিক দূরত্ব বজায়ের ছিঁটেফোঁটাও চোখে পড়ে নি।
সকাল থেকেই শহরের সাতমাথা ও বড়গোলা এলাকায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর সামনে ছিলো গ্রাহকদের দীর্ঘ সারি। প্রায় গায়ে গা লাগিয়ে ব্যাংকিং সেবা নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের।
এদিকে, রোববার শহরের সড়কগুলো দেখে বোঝার উপায় ছিলো না যে, মরণঘাতি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি ছুটি চলছে। বিশেষ করে রাজাবাজার, ফতেহ আলী বাজারসহ বিভিন্ন বাজারগুলোতে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। রোববার সড়কে বা বাজারে মানুষের এমন ভিড় নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায় নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। দুয়েকটি পয়েন্টে পুলিশ সদস্যদের এমন জনসমাগম নিয়ন্ত্রণের চেষ্টা দেখা গেলেও তা আদতে কোনো কাজে আসে নি।
Leave a reply