অক্সিজেন আর ভেন্টিলেটরের বড় ধরনের সংকটে দেশ

|

অক্সিজেন সিলিন্ডার আর ভেন্টিলেটরের বড় ধরনের সংকটে দেশ। কোন কারণে করোনার সংক্রমণ আরও বাড়লে এসবের অভাবে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তাই দ্রুততম সময়ে ভেন্টিলেটর বাড়ানোর তাগিদ চিকিৎসকদের।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যাদের আগে থেকে এজমা, হাপানিসহ শ্বাসকষ্টজনিত রোগ আছে তারা আছেন সবচেয়ে ঝুঁকিতে। অতি শ্বাসকষ্টে থাকা রোগীর জন্য প্রয়োজন পড়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাও। এটি করতে গিয়ে গলদঘর্ম উন্নত দেশগুলোও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশেই ভেন্টিলেটর সুবিধা তৈরি হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, জেলা পর্যায়ের সব হাসপাতালেই অক্সিজেন দেয়ার সুবিধা বিদ্যমান। আর অতি সংকটাপন্নদের জন্য সারা দেশে ১৩৮টি ভেন্টিলেটর প্রস্তুত বলেও জানান নীতিনির্ধারকরা।

এরই মধ্যে মেডিক্যাল অক্সিজেন উৎপাদন বাড়ানোর জন্য উৎপাদনকারীদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply