যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছে আররো ২৫ জন। তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে এ ভূমিধস হয়।
মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মন্টেসিটোর বির্স্তীর্ণ এলাকা আকস্মিক এ ভূমিধসের কবলে পড়ে। পাহাড়ি ঢলে ভেসে যায় অনেক ঘরবাড়ি। বন্ধ হয়ে গেছে কোস্টাল হাইওয়ের ৩০ মাইল এলাকার যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক বাসিন্দাকে। তবে সান্টা বারবারার রোমেরো খাদে অন্তত ৩শ মানুষ আটকে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ২১ হাজার বাসিন্দাকে। গেল মাসেই এ অঞ্চলটি ভয়াবহ দাবানলের মুখে পড়েছিল।
Leave a reply