ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা যুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে লকডাউন ভেঙে হাজারো মানুষের অংশগ্রহণে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটু প্রত্যাহারের পর এবার জেলা পুলিশের সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হককেও প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতর থেকে তাদেরকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। ।
শনিবার সকাল ১০টায় সরাইলের বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে যুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে লকডাউন ভেঙে হাজারো মানুষ অংশগ্রহণ করে। এ ঘটনায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামসহ আশপাশের গ্রাম সীতাহরণ, বলিবাড়ি, শান্তিনগর, ও বগইর গ্রামবাসীকে ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সরাইল উপজেলা প্রশাসন।
Leave a reply