২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে পাঁচ হাজার মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭০ হাজার। আক্রান্ত প্রায় ২৫ লাখ। একদিনে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৩ হাজার মানুষের শরীরে।
সপ্তাহজুড়ে দৈনিক সাড়ে ৭ হাজার গড় মৃত্যুর পর, দু’দিন ধরে কিছুটা কমেছে প্রাণহানি। তবে সোমবারও সর্বোচ্চ দু’হাজার মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা এখন সাড়ে ৪২ হাজার। আক্রান্ত প্রায় আট লাখ।
ইতালি-স্পেনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে। যদিও দিনের হিসেবে মৃত্যু কমেছে ইউরোপের প্রায় সব দেশে। অঞ্চলটিতে ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ চার হাজার মানুষ; আক্রান্ত সোয়া ১১ লাখ।
কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, মহামারির ভয়াবহতম পর্যায়ে এখনও পা রাখেনি বিশ্ব।
Leave a reply