নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক সহ ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল মোমেন। তিনি জানান, মঙ্গলবার ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। বুধবার সকালে নমুনার ফলাফল পাওয়া যায়। এতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন চিকিৎসক এবং একজন স্টাফের করোনাভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হলো।
এদিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক সহ ৫ জনের করোনা শনাক্ত হওয়ার পর লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এছাড়া আক্রান্ত চিকিৎসক ও স্টাফকে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Leave a reply