করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে সরকারি ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হচ্ছে। কিছু নির্দেশনাসহ সাধারণ ছুটি বাড়তে পারে ৫ মে পর্যন্ত এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিকেলে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এরআগে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ এ দফায় বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। এবার ৫ম বারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে।
করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।
Leave a reply