স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম ও করপাড়া গ্রামের কৃষকের ধান কেটে দিলো উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা। করোনাভাইরাসের প্রভাবে চলতি বোরো
মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দরিদ্র চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সদর উপজেলা ও বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রনি হোসেন কালুর নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম সদর উপজেলার বেদগ্রামে অম্বরেশ ঢালী ও মারুফ মোল্লা নামে দুই কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেয়।
এছাড়া বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নিউটন মোল্যার নেতৃত্বে ২০ সদস্যের একটি দল সদর উপজেলার করপাড়া গ্রামের মিজান মোল্লার ১০ কাঠা জমির ধান কেটে দেয়।
ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেছেন, এটি তাদের চলমান প্রক্রিয়া। যেসব দরিদ্র কৃষক ধানকাঁটা শ্রমিকের অভাবে তাদের ধান কাঁটতে পারবে না, তাদের ধান কেটে ঘরে তুলে দেবে তারা।
Leave a reply