বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনা। শুক্রবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলিমরা সাহরি করবেন। তার আগে শুক্রবার তারাবির নামাজ আদায়। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে এবার অন্যরকম এক রমজান হাজির হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদগুলোতে হাফেজসহ সর্বোচ্চ ১২ জন মুসল্লিকে তারাবির নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ভোরে পরিবার-পরিজন নিয়ে সাহরি করেন মুসলমানরা। বাসাবাড়ির পাশাপাশি সাহরির সময় রাজধানীর বিভিন্ন এলাকার হোটেলগুলোতে যেতেন অনেকে। সেটি এবার বন্ধ থাকছে। ঐতিহ্যবাহী ইফতারের দোকানও যত্রতত্র না বসানোর কড়া নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
ইফতারের সামাজিক আয়োজনগুলোও এবার আর বড় পরিসরে করার সুযোগ নেই। সংযমের মাসটা অনেকটা যার যার মতো করে পালন করতে হবে ভ্রাতৃত্ববোধ সম্পন্ন মুসলমানদের। তবে, আল্লাহর দরবারে যে করোনা থেকে গোটা বিশ্বের মুক্তির প্রার্থনা করবেন তারা তা আর বলার অপেক্ষা রাখে না।
Leave a reply