লকডাউন উপেক্ষা করেই রংপুর মহানগরীতে মানুষের সমাগম

|

রমজানের প্রথম এবং সরকারী ছুটির ৩১ তম দিনেও রংপুর মহানগরীতে দেখা গেছে বিপুল পরিমাণ মানুষের সমাগম। শনিবার সকাল থেকেই রংপুর মহানগরীর বৃহত্তম বাজার সিটি বাজারে ঢুকে পড়েছে মানুষ।

আজ শহরের বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ঢুকতে দেখা গেছে। সকালের দিকে বৃষ্টিপাত হলে মানুষজন বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আবারও দেখা যায় মানুষের সমাগম।

যদিও সোনালী ব্যাংক এই বাজার শাখার তিনজন কর্মকর্তা এবং একজন কর্মচারী করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষিতে বাজারের একাংশ লকডাউন ঘোষণা করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ যথারীতি ২১ টি পয়েন্টে বসিয়েছে চেকপোস্ট। তারা মানুষের সমাগম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এছাড়াও নগরীতে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply