যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণ গেলো দুই নারীসহ আরও পাঁচ প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির পাঁচ রাজ্যে গেল ৪৩ দিনে ২১১ জন বাংলাদেশি মারা গেছেন।
মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিদের সবাই নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে সন্দ্বীপের কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ষাটোর্ধ্ব মাওলানা ইউসুফ, মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এন কে এফ হাসান, এবং লোকনাথ সাহার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরহুম হাসানকে বিনামূল্যে দাফনের ব্যবস্থা করেছে বাংলাদেশ সোসাইটি।
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারিতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১৯৪ জনই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।
Leave a reply