এবার রাশিয়ার প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত

|

এবার রাশিয়ার প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। ছবি: নিউইয়র্ক টাইমস।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের একটি সংক্ষিপ্ত ভিডিও কনফারেন্স সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত। সূত্র: নিউইয়র্ক টাইমস।

গত জানুয়ারিতে রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রাশিয়া যে লড়াই চালাচ্ছে, তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সরকারি সূত্রের খবর, রিপোর্ট পজিটিভ আসার পরেই বাসায় আইসোলেশনে যান প্রধানমন্ত্রী। নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন তিনি। এ পরিস্থিতিতে দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের ডিক্রি স্বাক্ষর করেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে।

মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন না। গত জানুয়ারিতে অনেকটা বিস্ময়করভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন পুতিন। ট্যাক্স সার্ভিসের একজন্য চৌকস কর্মকর্তা হিসেবে তার খ্যাতি ছিল।

করোনার পরিসংখ্যান রাখা সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply