বগুড়া ব্যুরো:
কালোবাজারিদের কাছ থেকে জব্দ করা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অসহায়দের মাঝে বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ।
রোববার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ৫০৫টি পরিবারের মধ্যে এই চাল বিতরণের সূচনা করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গেলো ১১ এপ্রিল উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজুর হেফাজতে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার ১শ কেজি চাল জব্দ করা হয়। চালগুলো উপজেলার অসহায় পরিবারে বিতরণের জন্য আদালতের শরণাপন্ন হয় জেলা পুলিশ। আদালত প্রকৃত অসহায় পরিবারের মাঝে চালগুলো বিতরণের অনুমতি দিলে উপজেলার ১২টি ইউনিয়নে ৫০৫টি পরিবারের তালিকা চূড়ান্ত করে পুলিশ। রোববার শিবগঞ্জ থানা চত্ত্বরে কয়েকটি পরিবারের হাতে এই চালসহ খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আদালতের অনুমতি পাবার পর জব্দ করা চাল থেকে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল এবং জেলা পুলিশরে তরফ থেকে ২ কেজি করে আলু দিয়ে উপহার প্যাকেট তৈরি করা হয়েছে।
পুলিশ সুপার থানা চত্ত্বরে আনুষ্ঠানিক সূচনা করেছেন, বাকি পরিবারগুলোর বাড়ি বাড়ি এই খাদ্য সহায়তা পৌঁছে দেবে থানা পুলিশ।
Leave a reply