প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে দ্বীনের শিক্ষা নিচ্ছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার ফজরের নামাজের পর বয়ানে অংশ নেন তারা। টঙ্গীর তুরাগ পাড়ে এরই মধ্যে দেশ-বিদেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন।
ইজতেমাস্থলে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন তারা। প্রচন্ড শীতে কষ্ট হলেও দ্বীনের শিক্ষা নিতে সচেষ্ট এই মুসল্লিরা। ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে আজও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি মালয়েশিয়ান নাগরিক। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি।
Leave a reply