২০১৭ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৩৯৭জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত বছর ৪ হাজার ৯৭৯ দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৩ হাজার ৫৯০। যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৯৭ জন। বাকিরা আহত হয়েছেন; যাদের অনেককে আবার পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।
যাত্রীকল্যাণ সমিতি সাধারণ সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার খবর মনিটর করে তাদের প্রতিবেদন তৈরি করে থাকে। সংবাদমাধ্যমে প্রকাশিত না হওয়া সড়ক দুর্ঘটনা ও তাতে হতাহতের সংখ্যাও কম নয়।
Leave a reply