ঈদের আগেই গণপরিবহন চালুর অনুরোধ মটর শ্রমিক ফেডারেশনের

|

ছবি: সংগৃহীত

শ্রমিকদের কথা বিবেচনায় এনে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঈদের আগেই গণপরিবহন সচল করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন।

শুক্রবার সকালে গাবতলীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
তারা বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে গণপরিবহন। এতে গণপরিবহনের চালক, সুপারভাইজার, হেলপারদের অধিকাংশই মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন হয়ে পড়েছে এ খাতের প্রায় ৭০ লাখ শ্রমিক। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ঈদের আগেই গণপরিবহণ সীমিত আকারে চালু করার অনুরোধ করেন নেতারা। পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধেরও দাবি জানানো হয়।

এছাড়াও শ্রমিকদের জন্য বরাদ্দ হওয়া প্রণোদনা ও ত্রাণ সুষ্ঠু বণ্টনের দাবি করা হয় সংবাদ সম্মেলনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply