ভুল বোতামে চাপ পড়ে যাওয়ায় ব্যালিস্টিক মিসাইল হামলার সতর্ক সংকেত বেজে উঠেছিল যুক্তরাষ্ট্রের হাওয়াইতে। এ তথ্য নিশ্চিত করেছেন, রাজ্যের গভর্নর ডেভিড ইগ।
স্থানীয় সময় শনিবার সকালে হঠাৎই মুঠোফোনে সতর্কীকরণ বার্তায় দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কোন মুহূর্তে মিসাইল হামলা অবশ্যম্ভাবী এবং এটি কোনো সামরিক মহড়া নয় উল্লেখ করে ওই বার্তায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এমনকি একটি রেকর্ড করা জরুরি বার্তায় ভবনের ভেতরে থাকার নির্দেশ পান টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোর কর্মীরাও। প্রায় আধা ঘণ্টা পর ই-মেইল, টুইটার, ফেসবুক এবং সবশেষ মুঠোফোনে ভুল স্বীকার করে বার্তা দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উত্তর কোরিয়ার হামলার আশঙ্কায় সম্প্রতি এ সতর্কীকরণ ব্যবস্থা চালু করে মার্কিন প্রশাসন।
Leave a reply