বড় বড় শপিংমল ছাড়া রাজধানীতে খুলেছে অধিকাংশ দোকানপাট। খুলেছে ফুটপাত এবং অলিগলির দোকানও।
তবে, রাস্তায় মানুষের চলাচল বাড়লেও বিপনী বিতানে ক্রেতাদের তেমন সাড়া নেই। ক্রেতা উপস্থিতি একেবারেই কম। বড় মার্কেট, ব্র্যান্ডের শোরুম ও দোকানে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিতে দেখা গেছে।
বিক্রেতারা বলছেন নিজেদের ও ক্রেতাদের সুরক্ষার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তারা। তবে ফুটপাতের দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বললেই চলে।
এদিকে রাজধানী ঢাকার প্রধান বিপণিবিতান বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ গুরুত্বপূর্ণ অনেক মার্কেট বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব আর ক্রেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনায় এনে এসব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার চালু হওয়া মার্কেটগুলো প্রায় ক্রেতাশূন্য ছিল যদিও স্বাস্থ্যবিধি মানার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
Leave a reply