কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউকে ২০০ কিট হস্তান্তর করেছে গণস্বাস্থ্যকেন্দ্র।
আজ সকালে কিটগুলো বিএসএমএমইউকে কিটগুলো হস্তান্তর করে গণস্বাস্থ্যকেন্দ্র। ‘জিআর র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করবে বিএসএমএমইউ। পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকাও জমা দিয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র।
এক সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়ার আশা করছেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্যের করোনাভাইরাস শনাক্তকরণ কিট নিয়ে নানা টানাপোড়নের পর ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতর থেকে এটির কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমতি দেয়া হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে এই কিট উদ্ভাবন করা হয়।
Leave a reply