মেক্সিকোতে গত দু’সপ্তাহে বিষাক্ত মদ পানে শতাধিক মৃত্যু

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোয় গেলো দু’সপ্তাহে বিষাক্ত মদ পানে শতাধিক মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি প্রদেশে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। পিউবেলা প্রদেশে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের।

এদিকে, স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা জারি হয়েছে পিউবেলা প্রদেশটিতে। সেখানে জব্দ করা হয়েছে প্রায় ২০০ লিটার অবৈধ পানীয়। রেফিনো নামক পানীয়টির উপাদান নিয়ে চলছে গবেষণা। প্রাথমিকভাবে মিথানল জাতীয় মানব শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে ওই মদে।

এছাড়াও উৎপাদক ও সরবরাহকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে প্রশাসন। অনুমোদনবিহীন মদ পান না করতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে দেশটির প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply