চাঁদে মানবমূত্র দিয়েই বানানো যাবে কংক্রিট!

|

অনেকই চাঁদে একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণে চাঁদে কংক্রিট বানাতে প্রয়োজনীয় উপাদান হতে পারে মানবমূত্র। এমনটাই জানালো ইউরোপীয়ান স্পেস এজেন্সির (ইএসএ)। খবর টাইম।

বিজ্ঞানীরা জানায়, মানুষের মূত্রে ইউরিয়া রয়েছে। এটি এক ধরনের বর্ণহীন নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। এটি দিয়ে কংক্রিট মিশ্রণ তৈরি করা সম্ভব, যা কংক্রিটের মিশ্রণকে আরও সুদৃঢ় করবে।

তারা আরও জানায়, চাঁদে কংক্রিট তৈরির প্রধান উপাদান হলো চন্দ্রপৃষ্ঠে পাওয়া এক ধরনের গুঁড়ো মাটি বা লুনার রেগোলিথ। এর সঙ্গে মানুষের মূত্রে পাওয়া ইউরিয়া ব্যবহার করা হলে তা যেমন হাউড্রোজেনকে ভাঙতে সহায়তা করবে তেমনি জলের পরিমাণও লাগবে কম।

ইতিমধ্যে বিজ্ঞানীরা এই জাতীয় কংক্রিট পরীক্ষার জন্য তৈরি করেছেন। আর তার উপরে সেখানকার তাপমাত্রার পরীক্ষা করেছেন। তারপরেই এই সিদ্ধান্তে এসেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply