বিশ্ব স্বাস্থ্য সংস্থায় স্থায়ীভাবে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংস্থাটিকে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন চাইলে করোনাভাইরাস ইস্যুতে ৩০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে সংস্থাটিকে। অব্যবস্থাপনার অভিযোগে এপ্রিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন স্থগিত করেন তিনি। এরপর বার্ষিক অনুদান ৯০ শতাংশ পর্যন্ত কমানোরও হুমকি দেন। তার অভিযোগ, চীনের ভুল তথ্যের ওপর নির্ভর করে মহামারির শুরুতেই প্রকৃত অবস্থা বিশ্বের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটিকে চীনের হাতের পুতুল বলেও আখ্যা দেন তিনি।
Leave a reply