বেচাকেনায় ‘ফেসবুক শপ’ চালু করেছে ফেসবুক

|

ছবি: সংগৃহীত

বেচাকেনায় ফেসবুক শপ নামের নতুন সেবা চালু করেছে ফেসবুক। মঙ্গলবার এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।

নতুন ফিচারটির সাহায্যে সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের পণ্য তালিকা তুলে ধরতে পারবে ব্যবসায়ীরা। প্রোফাইল, স্টোরিজ কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে চালানো যাবে পণ্যের প্রচারণা।

হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে বেচাকেনা করা যাবে। ই-কমার্সের নতুন সেবাটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতেই ফেসবুকের এ উদ্যোগ।

উল্লেখ্য, ফেসবুকের প্রায় ৮০ লাখ বিজ্ঞাপন আসে এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply