ভারতে ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। টানা সপ্তমদিনের মতো সংক্রমিত ৬ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে এক লাখ ৫৮ হাজার ছাড়ালো কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা।
ছোঁয়াচে ভাইরাসটিতে মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। করোনার বিস্তারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী নয়াদিল্লী, দক্ষিণের রাজ্য তামিল নাড়ু এবং মহারাষ্ট্র। ২৫ মার্চ থেকে করোনা মোকাবেলায় লকডাউন ঘোষণা করা হলে অবরুদ্ধ হয়ে পড়েন ৩শ’ কোটির বেশি মানুষ। অর্থমন্দায় পড়ে দেশটি।
এদিকে প্রতিবেশী পাকিস্তানে করোনাভাইরাসে মারা গেছেন ১২শ’ ৬০ জন; আক্রান্ত ৬১ হাজারের বেশি।
Leave a reply