ঢাকায় ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধি মানায় উদাসীন

|

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সামনে ২ দিন সাপ্তাহিক ছুটি। এরপরই খুলবে সরকারি অফিস। তাই বাধ্য হয়ে নগরীতে ফিরছেন জনগন।

এখন পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় প্রবেশ করছেন যাত্রীরা। তবে যারা ব্যক্তিগত গাড়িতে ঢাকা ফিরছেন সেসব গাড়িতে লোকজনকে গাদাগাদি অবস্থায় দেখা গেছে। ছুটি না বাড়ানো নিয়ে জনগণের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সরকার বলছে, পর্যন্ত নিরাপত্তা নিয়ে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার চেষ্টা করা হবে। যদিও এখনও উদাসীন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের মধ্যে।

এদিকে, ঈদের চতুর্থদিনেও দেশের প্রধান দুই ফেরিঘাট দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি দিয়ে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়। আবার প্রিয়জনের সাথে ঈদ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় ফিরছেন অনেকেই।

গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে ফেরি ঘাটে আসছেন যাত্রীরা। নদী পার হয়ে আবার ছোট যানবাহনে কর্মস্থলের দিকে ছুটছেন তারা। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। বেশিরভাগ ক্ষেত্রেই মানা যাচ্ছেনা শারীরিক দূরত্বের বিধিনিষেধ। এ অবস্থায় করোনা সংক্রমণের শঙ্কাও করছেন যাত্রীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply