‘ইউনাইটেড হাসপাতালের ১২ অগ্নিনির্বাপণ যন্ত্রের ৯টিই মেয়াদোত্তীর্ণ ছিলো’

|

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১২টি অগ্নিনির্বাপণ যন্ত্রের ৯টিই ছিলো মেয়াদোত্তীর্ণ ছিলো এমনটাই জানালেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। আজ দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তারা এ কথা জানান।

ফায়ার সার্ভিসের চার সদস্যের তদন্ত কমিটির প্রধান বলেন, আগুন লাগার পর অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নির্বাপণ করার চেষ্টা করে হাসপাতালের লোকেরা কিন্তু মেয়াদোত্তীর্ণ থাকায় তা কাজ করেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আইসোলেশন ওয়ার্ড প্রচুর ইলেকট্রিক ডিভাইস রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া পারটেক্স বোর্ড থাকার কারণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাই রোগীরা বের হতে পারেনি। ওয়ার্ডে পাঁচজন ছিলেন সবাই মারা যায়।

এদিকে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩ জন করোনা রোগীসহ ৫ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির তদন্ত দল।

গতকাল রাত ৯টার দিকে, আইসোলেশন ওয়ার্ডে আগুনের সূত্রপাত। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে দগ্ধ হয়ে মারা যান ৫ রোগী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply