হটস্পট চট্টগ্রাম, করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

|

করোনার অন্যতম হটস্পট এখন চট্টগ্রাম। সর্বশেষ গত ২৩ দিনে আক্রান্ত হয়েছে ২ হাজার ১০০ জন। মারা গেছে ৬৫ জন। দিনদিন অবনতি হচ্ছে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এটি লকডাউন এবং স্বাস্থ্যবিধি না মানার ফল বলছেন, বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম মহানগর কিংবা ১৫ উপজেলা, সব জায়গার চিত্র একই। সুরক্ষা ছাড়াই অবাধে ঘুরছে মানুষ। সচেতনতার বালাই নেই। মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও পাল্টায় না চিত্র।

চট্টগ্রামে বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় গত ২৬ মার্চ। ৩ এপ্রিল মেলে প্রথম রোগী। গত ৫ মে চট্টগ্রামে মোট আক্রান্ত ছিলো ১১০ জন। মাত্র ২৩ দিনের ব্যবধানে ২ হাজার ২’শ ছাড়িয়েছে এ সংখ্যা। মৃত্যুর হারও বেড়েছে পাল্লা দিয়ে। যা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার ফল, বলছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রামে করোনা সংক্রমন আশংকাজনকহারে বাড়তে থাকায় নমুনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে সংকট। সরকারি কোভিড হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। এ অবস্থায় করণীয় নির্ধারণে চট্টগ্রামে জরুরি সমন্বয় সভা করেন তথ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply