সহায়তার অর্থ নিচ্ছেন ১৩২ দস্যু

|

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সুন্দরবনের ১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জন সদস্যকে পুনর্বাসনে অর্থ সাহায্য দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে তাদের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে প্রদান করা হচ্ছে।

আজ বুধবার অর্থ হস্তান্তর উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে বাগেরহাটে পৌঁছেছেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পক্ষ থেকেও দস্যুবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা বাহিনীগুলোর সদস্যদের নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হবে বলে জানা গেছে। এছাড়াও, তাদের জন্য থাকছে বিশেষ ঈদ উপহার

২০১৬ সালের ৩১মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী প্রধান কাদের মাস্টার ও তার ৯ সহযোগীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফেরা শুরু হয়। আত্মসমর্পণকালে সুন্দরবনের দুর্ধর্ষ এ বাহিনী ৫২টি অস্ত্র ও সাড়ে ৫ হাজার রাউন্ড গুলি সোপর্দ করে। এরপর গত এক বছরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ একে একে আত্মসমর্পণ করে ১২টি দস্যু বাহিনীর ১৩২ জন সদস্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply