দাবা খেলার পর এবার পড়াশোনাতেও মানুষকে টেক্কা দিলো যন্ত্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষা চালানো হয়। সেখানে কিছু রচনা দেয়া হয়। যা পড়ে, বুঝে উত্তর খুঁজে বের করতে হবে। এতে দেখা গেছে, চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্রা সম্পন্ন যন্ত্র স্কোর করে ৮২.৪৪, অপরদিকে পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর এসেছে ৮২.৩০৪। একদিন পরেই অবশ্য মাইক্রোসফটের যন্ত্রটি আলিবাবাকেও ছাড়িয়ে স্কোর করেছে ৮২.৬৫০।
বুদ্ধির পরীক্ষায় মানুষকে হারিয়ে দেয়ার এই অর্জনকে বিরাট সম্মানের বলে অভিহিত করেছেন আলিবাবার ভাষা প্রক্রিয়াকরণ বিভাগের প্রধাণ বিজ্ঞানী লু শি। একই সাথে তিনি মন্তব্য করেন, কৃত্তিম বুদ্ধিমত্তার এমন অগ্রগতিতে ভবিষ্যতে অনেক মানুষ চাকরি হারাতে পারে।
অনেক রকম দাপ্তরিক কাজ মানুষ করছে কল সেন্টার, হাসপাতাল, বিভিন্ন অফিস, জাদুঘর এসব জায়গায়। মেশিন পড়তে সক্ষম অনেক আগে থেকেই এখন মেশিন পড়ে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উত্তর দিচ্ছে, নিখুত ভাবে সকল রেকর্ড সংরক্ষণ করছে। তাই এসব জায়গায় কোম্পানিগুলো অদূর ভবিষ্যতে বেশী টাকা বেতন দিয়ে মানুষকে নিয়োগ করে রাখতে চাইবে না।
Leave a reply