বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবির দাবি নিহত ব্যক্তি রোহিঙ্গা ডাকাত।
সোমবার ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায় বিজিবি এর সাথে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাইশফাঁড়ির একটি পাহাড়ে সাত-আট জনের ডাকাত দল অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বাংলাদেশে অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাত দল বিজিবির টহল দলের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এসময় ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে বলে নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, বিজিবির সাথে বন্দুকযুদ্ধে
একজন রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার কথা তিনি জেনেছেন। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি নিশ্চিত হতে বিজিবির সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।
Leave a reply