দেশে করোনাভাইরাস মোকাবেলা ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিতে সরকার নির্ধারিত রাজধানীর চারটি হাসপাতলকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার সকালে সোসাইটির সদর দপ্তরস্থ ট্রেনিং রুমে পিপিই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেড ক্রস বাংলাদেশ কান্ট্রি অফিস এর যৌথ উদ্যোগে বহুজাতিক কোম্পানী নোভারটিস বাংলাদেশের সহযোগীতায় পিপিই প্রদান করা হয়।
করোনা চিকিৎসায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৮ হাজার সেট পিপিই দেয়া হয়েছে। অনুষ্ঠানে চারটি হাসপাতালের পরিচালকদের নিকট এসব সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো: হাবিব মিল্লাত।
Leave a reply