সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের জন্য ১ লাখ ৬০ হাজার অস্ত্র কিনছে ভারত। যা কিনতে খরচ পড়বে ৫৫৩ মিলিয়ন ডলার। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারামান এই ঘোষণা দেন। এসব অস্ত্র ভারতের সাথে সীমান্ত নির্ধারণে সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করা রক্ষীদেরকে দেয়া হবে।
ভারতের সাথে পাকিস্তান ও চীনের সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে। বাংলাদেশের সাথে সীমান্ত নিয়ে বড় কোনো বিরোধ না থাকলেও নিয়মিত বিরতিতে নিরীহ বাংলাদেশিরা বিএসএফের হাতে হত্যার শিকার হন।
২০১৪ সাল থেকেই নরেন্দ্র মোদির সরকার বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তি করে আসছে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদেন জানা যায়, ২০১৬ সালে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ভারত। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে পৃথিবীতে মোট অস্ত্র আমদানির মধ্যে ভারত একাই কিনেছে ১৩ শতাংশ।
Leave a reply