পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ওয়াশিংটন ও ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন পড়লে তাদের দ্রুত ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, আমি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সেনা প্রত্যাহারের প্রকিোয়া শুরুর জন্য আদেশ দিয়েছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা ব্রাকে ফিরে যাচ্ছে, যদি প্রয়োজন হয় তারা (সেনাবাহিনী) দ্রুত ফিরে আসবে। গত রাতে কম সংখ্যক প্রতিবাদকারী ছিল।
I have just given an order for our National Guard to start the process of withdrawing from Washington, D.C., now that everything is under perfect control. They will be going home, but can quickly return, if needed. Far fewer protesters showed up last night than anticipated!
— Donald J. Trump (@realDonaldTrump) June 7, 2020
আফ্রিকান-আমেরিকার নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় শনিবার ১২ তম দিনে ১০ হাজারের মতো বিক্ষোভকারীকে ডিসি সড়কে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেখা গেছে।
Leave a reply