ইউসুফের সেই বিশ্বরেকর্ড নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইট

|

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের একটি বিশ্বরেকর্ড নিয়ে নিজেদের অফিসিয়াল পেজে সোমবার টুইট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেই টুইটে ক্রিকেটের এক মৌসুমে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকা তুলে ধরা হয়। তাতে দেখা যায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। এ রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেন কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস, গ্রায়েম স্মিথ, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও রিকি পন্টিংকে।

মোহাম্মদ ইউসুফ ২০০৬ সালে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরির সাহায্যে মাত্র ১১ টেস্টে ৯৯.৩৩ গড়ে ১ হাজার ৭৮৮ রান করেন।

এই তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ড। তিনি ১৯৭৬ সালে ১১ টেস্টে ৭টি সেঞ্চুরির সাহায্যে ৯০ গড়ে ১ হাজার ৭১০ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ২০০৮ সালে ১৫ টেস্টে ৭২ গড়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৬৫৬ রান করেছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ২০১২ সালে ১১ টেস্টে ৫টি সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৫৯৫ রান করেছেন।

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ২০১০ সালে ১৪ টেস্টে ৭টি সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৫৬২ রান করেছেন। সুনীল গাভাস্কার ১৯৭৯ সালে ১৮ টেস্টে করেন ১ হাজার ৫৫৫ রান।

অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং ২০০৩ সালে ১১ টেস্টে ৬টি সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৫০৩ রান করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply